কুমিল্লা নগরীতে একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদ ঢালাইকালে হঠাৎ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৪ জন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজা আহমেদের (১৮) বাড়ি রংপুরে।
আহতদের মধ্যে ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন একজন শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই চলছিল। সন্ধ্যা সোয়া ৫ টায় হঠাৎ করেই ছাদের দক্ষিণ অংশ ধসে পড়ে। এতে ঢালাই কাজে নিয়োজিত আনুমানিক ৫০ জন শ্রমিকের মধ্যে অন্তত ১৪ জন আহত হয়।
এ ঘটনার পরপরই দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়।আহতদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারকি করেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু ব্যাপারীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন