ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা গেছেন আত্মহত্যার চেষ্টা করা সেই নার্স । মৌসুমি দাস নামের সেই নার্স পটুয়াখালী জেলার সদর থানার শিয়া কাঠি গ্রামের সঞ্জয় দাসের স্ত্রী।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৌসুমির স্বামীকে ঢাকা মেডিকেল থেকে আটক করে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার সাড়ে ৮টায় পুরনো ভবনের চতুর্থ তলায় এইচডিইউতে কর্মরত অবস্থায় সিনিয়র স্টাফ নার্স মৌসুমী দাস (২৭) মোবাইলে কথা বলতে বলতে রাগান্বিত হয়ে মোবাইল ছুড়ে ফেলে দেন। এরপর নার্স ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/ফারজানা