বরিশালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০ দিনব্যাপী সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। শনিবার এক অনুষ্ঠানে ৫০ জন হিজড়াকে কর্মসংস্থান সৃষ্টির জন্য নগদ ২০ হাজার করে টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান করা হয়।
নগরীর কালীবাড়ি রোডে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। বক্তব্য রাখেন হিজড়াদের গুরু মা কবরি হিজড়া।
এ সময় জেলা প্রশাসক হিজড়াদের সাবলম্বি করা এবং তাদের পুনর্বাসনের জন্য আবাসন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন।
বিডি প্রতিদিন/হিমেল