রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রুটে চলাচলকারী মহানন্দা ট্রেনের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেসরকারি রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, বেসরকারি রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএল ট্রেডার্স মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করছে। সম্প্রতি খাদিমুল ইসলাম নামে এক যাত্রী রহনপুর হতে ১৬ নম্বর মহানন্দা ট্রেনে রাজশাহী আসছিলেন। কিন্তু টিকিটে তার কাছে ভাড়া নেওয়া হয় ত্রিশ টাকা। কিন্তু প্রকৃত ভাড়া ২৫ টাকা। এরপরই গত ১০ ডিসেম্বর ভুক্তভোগী যাত্রী খাদিমুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন। পরে সোমবার উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এনএল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী ২৫ শতাংশ হারে ১০ হাজার টাকা অভিযোগকারীকে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম