ইন্টারনাল মেডিসিন ইন্সটিটিউট স্থাপনে পরিকল্পনা মন্ত্রীকে ধারণাপত্র দেয়া হয়েছে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রীর সম্মেলন কক্ষে ইন্টারনাল মেডিসিন ইন্সটিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ধারণাপত্রে বলা হয়েছে- দেশে হৃদরোগ, কিডনি, ইএনটি, বাতজ্বর, বার্ন, চক্ষু, অর্থোপেডিক্সসহ বিভিন্ন রোগের বিশেষায়িত হাসপাতাল বা ইন্সটিটিউট থাকলেও ইন্টারনাল মেডিসিন বিষয়ক কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। অথচ গড় আয়ু বাড়ার সঙ্গেই মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এসব রোগাক্রান্ত মানুষকে যাতে একই ছাতার নিচে সব ধরনের রোগের চিকিৎসা দেয়া যায়, এজন্য দেশে দরকার একটি বিশেষায়িত ইন্টারনাল মেডিসিন ইন্সটিটিউট। এটি প্রতিষ্ঠা করা সম্ভব হলে রোগীদের চিকিৎসা নিয়ে বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হবে না।
তারা একই হাসপাতালে সব ধরনের চিকিৎসার সুযোগ পাবেন। ‘ওয়ান স্টপ সার্ভিস অব পেশেন্ট অব মাল্টি অর্গান ডিজিজেস’ শীর্ষক ধারণাপত্র পেশ করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক সহ-সভাপতি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, দেশে ইন্টারনাল মেডিসিন ইন্সটিটিউট স্থাপন একটি চমৎকার ধারণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ধরনের উদ্যোগ গ্রহণে বেশ আগ্রহী। পুরো বিষয়টির প্রকল্প প্রস্তাব পেলে তিনি এ বিষয়ে ভূমিকা রাখতে চেষ্টা করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সাবেক স্বরাষ্ট্র সচিব সিকিউকে মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
এতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ