জুনিয়র মাধ্যমিক পরীক্ষায় (জেএসসি) যশোর বোর্ড থেকে এবার উত্তীর্ণ হয়েছে ৯১.০৮ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৮৪.৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ২৫৬ শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র।
এ সময় তিনি জানান, এবার ২ লাখ ৩৩ হাজার ৮২৯ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ১২ হাজার ১৪১ জন এবং ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৮৮ জন। অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৬ শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৯৬ এবং ছাত্রী ১ লাখ ১২ হাজার ২৮০।
এবারের ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের জেএসসিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা অংশ নিয়েছিল বেশি এবং ফলাফলও ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল করেছে। এমনকি জিপিএ-৫ ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি পেয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ