বরিশাল জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭.০৮ ভাগ এবং ইবতেদায়িতে ৯৮.৫৪ ভাগ। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৫৭ জন এবং ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী এ বছর প্রাথমিকে পাশের হার দশমিক ৫০ ভাগ কমেছে। আবার ইবতেদায়িতে ৪ দশমিক ৩১ ভাগ পাশের হার বেড়েছে।
আবার গত বছরের তুলনায় এ বছর প্রাথমিকে জিপিএ-৫ কমেছে ৪৬৯টি এবং ইবতেদায়িতে কমেছে ২১৮টি।
প্রাথমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ১ হাজার ৯০২ জন এবং মেয়ে ৩ হাজার ২৫৫ জন। ইবতেদায়িতে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৮৭টি এবং মেয়েরা ১০৪টি।
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার জানিয়েছেন, সার্বিকভাগে ফলাফল সন্তোষজনক হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম