মহান বিজয়ের মাস ডিসেম্বরের শেষ দিনে প্রতি বছরের মতো এবারও বিশাল বিজয় পতাকা মিছিল করেছে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা। মঙ্গলবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহল গিয়ে শেষ হয়। বিজয় মিছিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, এমএ কুদ্দুস, শওকত জাহান মুকুল, ড. সামিউল আলম লিটন, মোস্তাফিজুর রহমসান ভাষানী, যুবলীগ নেতা শওকত উসমান লিটন, শাহরিয়ার মো. রাহাত খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব