রাজধানীর মধ্য বাড্ডায় মোটরসাইকেল দুর্ঘটনায় নয়ন (২৩) নামে একজন যুবক নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটানা ঘটে। এসময় আহত হয়েছেন তার বন্ধু সোহেল (২৫)।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৃত আব্দুল খালেকের ছেলে নয়ন থাকতেন পূর্ব রামপুরা মোল্লা বাড়ি এলাকায়। পেশায় ডিস এন্টিনার কাজ করতেন তিনি। আর তার বন্ধু সোহেল ডিম ব্যবসায়ী।
নিহত নয়নের বোন রাবেয়া আক্তার জানান, তারা দুইজন মিলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সোহেলের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকের চালাছিলেন নয়ন। মধ্য বাড্ডার সামনে ইউটার্ন করার সময় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুইজন ছিটকে পড়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল