ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার পর আইনজীবী সমিতির তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে। এরপরেই ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ফায়ার সার্ভিসের কোতয়ালী স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি ভবনের এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বেশ কিছু নথি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/শফিক