নিজেদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে র্যালি করার কথা ছিল ছাত্রদলের। কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় র্যালি করছে না তারা।
কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন গণমাধ্যমকে বলেন, আজ দুপুরে নয়াপল্টনে আমাদের সংগঠনের পক্ষ থেকে র্যালিটি করা কথা ছিল।
এজন্য আমরা পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের অনুমতি দেয়নি। তাই আপাতত আমরা র্যালি করছি না। এছাড়া সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে নিচ তলায় ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত