বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারবে না সেটা তা এখনই অনুধাবন করতে পারছে। তাদের মূল উদ্দেশ্য নির্বাচনকে বিতর্কিত করা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বিএনপির উদ্দেশ্য গণতন্ত্রের পথ রুদ্ধ করা। তাদের অনুরোধ করবো, নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে অংশগ্রহণ না করে আপনাদের লক্ষ্য নিয়ে জনগণের কাছে যান এবং জনগণের বিশ্বাস অর্জন করুন।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, ৭৫ এরপর জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠনের জন্য মৌসুমী খেলোয়াড় কেনাবেচার ন্যায় রাজনীতিবিদ কেনার হাট গঠন করেন। বিএনপির নেতারা টেন্ডারে বিক্রি হওয়া রাজনীতিবিদ। এখন দেশের ৯৫ ভাগ মানুষ মনে করে বিএনপি দল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক