চারদিন ধরে মজুরি কমিশনের দাবিতে আমরণ অনশন চলছে পাটকল শ্রমিকদের। এতোদিন আন্দোলনে ছিলেন কেবল শ্রমিকরা। বৃহস্পতিবার সেই শ্রমিকরা ছিলেন পেছনে। সামনে তাদের শিশু সন্তানরা। তাদের হাতে আন্দোলনের নতুন প্ল্যাকার্ড-‘প্রধানমন্ত্রী বই দেন, কাপড় দেন, আমার পিতার মজুরি কমিশনটা দিন।’
আর ওই প্ল্যাকার্ডের সামনে গিয়ে চোখ আটকে যাচ্ছে সবার। নতুন এই আন্দোলন ভিন্নমাত্রা পেয়েছে বৃহস্পতিবার।
১১ দফা দাবিতে লাগাতার আমরণ অনশনে রাজশাহীর চার পাটকল শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। টানা পঞ্চম দিন বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি চলাকালে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। এর আগে গত রবিবার দুপুর থেকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাষ্ট্রায়ত্ত এই পাটকলের প্রধান ফটকের সামনে শ্রমিকরা কর্মসূচি শুরু করেন।
অসুস্থ শ্রমিকরা হলেন- মুক্তিযোদ্ধা নওশাদ আলী, এমরান আলী, নজরুল ইসলাম ও মো. ইসলাম। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।
১১ দফা দাবি আদায়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। রাতেও তারা থাকছেন পাটকলের সামনে। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। রাজশাহী পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, তীব্র শীত উপেক্ষা করেই তারা কর্মসূচি পালন করছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
বিডি প্রতিদিন/হিমেল