জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পির দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক ও সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবী, তার বড় ভাই ড. আবুল কালাম আজাদ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন