রাজধানীর মিরপুরের পল্লবীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মিরপুরের কালশীতে রাস্তা পারাপারে সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান জব্দ করা হলেও চালক পালিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল