রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা। শনিবার সকালে বাংলা একাডেমির নজরুল চত্বরের বটতলায় এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় সুকান্ত ভট্টাচার্যের ‘প্রার্থী’ কবিতাটি আবৃত্তি করেন রফিকুল ইসলাম।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমবেত সঙ্গীত, একক পরিবেশনা, দলীয় নৃত্য, আর আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নাচে-গানে বর্ণনা করা হয় শীত ঋতুর পরিচিতি।
মেলা উপলক্ষে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে চলছে দেশীয় পিঠা-পুলির প্রদর্শনীও। বিভিন্ন স্টলে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী পাটিসাপটা, তালবড়া, বিবিখানা, মেন্ডা, মোরা, ঝিনুক, দুধ চিতই, জামাই পিঠা, বউ পিঠা, ভাপা পিঠা, পুলি, পাকান, খেঁজুর পিঠা, মালপোয়াসহ নানা স্বাদের পিঠা। আছে পায়েস আর ফিরনিও।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলেব। সঙ্গে থাকবে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও। মেলা শেষ হবে সোমবার (০৬ জানুয়ারি)।
বিডি প্রতিদিন/হিমেল