খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে কালি রানী (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মহানগরীর খালিশপুরের ২ নং নেভিগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালি রানী ওই এলাকার মৃত সনাতন সেনের স্ত্রী।
খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, কালি রানীকে লাঠি বা লোহার ভারি কিছু দিয়ে আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে তাকে আঘাত করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ