ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ছিন্নমূল ১২ শিশু-কিশোরকে আটক করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে ছিঁচকে চুরি, পকেটমারসহ নানা অপরাধের অভিযোগে শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পরে আদালতের অনুমতি নিয়ে বিকালে তাদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, “এসব শিশু-কিশোরদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, একেকজন একেক রকম ঠিকানা বলে। তারা বিভিন্ন নেশার সাথেও জড়িত।
“ভবঘুরে এসব শিশু-কিশোরেরা বাণিজ্য মেলায় আসা ক্রেতাদের নানাভাবে বিরক্ত করে থাকে। ছিঁচকে চুরি, পকেটমারসহ নানা অপরাধের সাথেও জড়িত। বাণিজ্য মেলায় আসা বিভিন্ন জনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এদের আটক করা হয়েছে।”
বিডি-প্রতিদিন/মাহবুব