নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় টিপু হাওলাদার নামে এক চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারীরা। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় ইজিবাইক চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টিপু (২৫) বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২ এর সত্যতা নিশ্চিত করে বলেন, টিপু হাওলাদারের পিঠে ও কোমরের কাছে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি খানপুর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ছিনতাইকারীদের সন্ধানে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা