রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
রবিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন রেজাউল হক নামের এক ব্যক্তি। তিনি গণমাধ্যমকে বলেন, ওইলোক বউবাজার রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। প্রথমে তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম