নিরবেই চিরবিদায় নিলেন রাজশাহীর চারঘাটের বীরাঙ্গনা সন্যাসী রাণী। শনিবার দুপুরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সন্ধ্যায় চারঘাট কেন্দ্রীয় শ্মশানে সন্যাসী রাণীর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক, সাবেক পৌর মেয়র নার্গিস খাতুন, চারঘাট সোয়ালোজের পরিচালক মাহমুদা বেগম গিনিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, পঞ্চাশের দশকের প্রথম দিকে চারঘাট উপজেলা সদরে মধ্যবিত্ত পরিবারে সন্যাসীর জন্ম হয়।
তার পিতা কিশোর চন্দ্র সাহা এবং মা গংগা রাণী সাহা। দুই ভাই বোনের মধ্যে সন্যাসী রাণী ছোট। সন্যাসীর বিয়ের মাত্র তিন বছরের মধ্যে এক সন্তান রেখে স্বামী যতীন চন্দ্র সাহা মারা যান। তরুণী বয়সেই তার সিঁথির উঠে যায়। বিধবা সন্যাসী একমাত্র সন্তান নারায়ণকে অবলম্বন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন।
খোঁজ নিয়ে জানা যায়, চারঘাট উপজেলা সদরে থানা রোডের পাশে একটি খুপড়ি ঘরে জীবনের শেষ বেলায় এসে একাকি থাকতেন বীরাঙ্গনা সন্যাসী রাণী। সংসারে আপন বলতে কেউ ছিল না তার। অসুস্থ কঙ্কালসার হয়ে গিয়েছিল তার দেহ। খাবার নেই, পরনের কাপড় নেই। নিজের কোন জায়গা-জমি বাড়ি ঘর নেই। সারাদিন ভিক্ষা করে যা মিলতো তা দিয়েই কোনরকমে দিনাতিপাত করতেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার