বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ছাত্রদলের মিছিল বাধা দিয়েছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
কেন্দ্রিয় কোনো কর্মসূচি না থাকলেও জেলা ছাত্রদলের ব্যানারে কিছু নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগানসহ মিছিলটি কিছুদূর যাওয়ার পর সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের বাধার মুখে পড়ে। এ নিয়ে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত তাদের মিছিল করতে দেয়নি পুলিশ। মিছিল করতে না পেরে দলীয় কার্যালয় চত্ত্বরে ফিরে যায় ছাত্রদল নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম