রাজধানীর যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা গ্যাস লাইন সংযোগের প্রলোভন দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
রবিবার সিআইডির মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার শারমিন জাহান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন, মো. শাহাদত খান(৪৫), মো. আফতাই উদ্দিন রাহাত (২৪), মো. জাহিদুর রহমান ওরফে জাবেদ (৪৩), জাহাঙ্গীর আলম (৫০) ও মো. ফরিদ হোসেন ওরফে আসলাম (৪০)।
পুলিশ সুপার শারমিন জাহান বলেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমার নেতৃত্বে শনিবার রাজধানীতে এ অভিযান চলানো হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে নেয়া এক লাখ ২০ হাজার টাকা আলামত হিসেবে জব্দ করা হয়।
তিনি আরও জানান, তারা তিতাস গ্যাসের লাইন সংযোগকারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা অন্যান্য সহযোগীসহ ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়িতে ও বাণিজ্যিক ভবনে এবং রেঁস্তোরায় তিতাস গ্যাসের অফিসার এবং ঠিকাদার পরিচয় দিয়া লাইন সংযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।’
গণমাধ্যমকে বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা জানান, আসামিরা ও তাদের সহযোগীরা মিলে বংশাল থানা এলাকার বাসিন্দা মো. আল মাসুদ (৩৬) এর ফুলবাড়ীয়ার সেক্রেটারি রোডের রেস্তোরাঁয় ৩০০ সিএফটি গ্যাস লাইন সংযোগ দেয়ার নামে ৪৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন