ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে বরিশালেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাসদের সাধারণ সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, অ্যাডভোকেট সাহিদা তালুকদার, জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, বিএম কলেজ শাখা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রাকিব এবং সিটি কলেজ শাখা ছাত্রফ্রন্ট সভাপতি সুজন আহমেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশে বিচার ব্যবস্থা নাজুক হয়ে পড়ায় প্রতিনিয়ত অপরাধ সংঘটিত হচ্ছে। আইনের শাসন কায়েম করতে ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম