রংপুরের পীরগঞ্জের ধাপের হাট এলাকায় মাইক্রোবাস ও বালু বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসের ৭ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াসের বাড়ি পীরগঞ্জের ধাপ চতরা এলাকায়। তার বাবার নাম মৃত আবুল হোসেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরেশ চন্দ্র জানান, রংপুর থেকে একটি মাইক্রো পীরগঞ্জের দিকে আসছিল। একই সময় পীরগঞ্জ থেকে বালু বোঝাই ট্রলিটি রংপুরের দিকে যাচ্ছিল। ধাপের হাট এলাকায় আসলে চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ইলিয়াস আলী নামে এক বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে ঘটনস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম