মাদক মামলার রায়ে জাহাঙ্গীর মুন্সি ও ইব্রাহীম নামে দুই সহদরকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত রায় ঘোষণা করেন।
এসময় সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর মুন্সি আদালতে উপস্থিত থাকলেও জামিনে গিয়ে ইব্রাহীম পলাতক হয়। সাজাপ্রাপ্ত দুই সহদর রাজধানী ঢাকার জুরাইন ১৮৮৩ হাজী খোরশেদ আলী সর্দার লেনের ইছহাক মুন্সির ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ১৯৯৯ সালের ১১ জুন ভোরে নারায়ণগঞ্জের সোনারগাও থানাধীন মেঘনা টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে দুই সহদরকে ৫২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের এসআই আনোয়ার হোসেন। এঘটনার দুই মাস পর ২৬ আগষ্ট ডিবি পুলিশই তদন্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। মামলাটির সাক্ষী যথা সময়ে না আসায় দ্রুত নিস্পত্তি করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল