রাজধানীর ওয়ারীতে ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মা ধর্ষণ ও খুনের বিচার চেয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন বাবা আবদুস সালাম। সাক্ষ্যগ্রহণের এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন।
বুধবার প্রথম দিনে নিহত শিশুর বাবা ও মামলার বাদী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
ঘটনাস্থলের বাড়ির নিরাপত্তা রক্ষী ফরিদ মোল্লাও সাক্ষ্য দিয়েছেন। বিচারক কাজী আবদুল হান্নান পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন।
গত ২ জানুয়ারি একমাত্র আসামি হারুণ অর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে, গত বছর ৫ নভেম্বর হারুনকে আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিম (নিরস্ত্র) মো. আরজুন চার্জশিট দেন।
গেল বছর ৫ জুলাই সন্ধ্যার পর ওয়ারীর একটি বাড়ির নয় তলায় শিশু সায়মার লাশ পাওয়া যায়। ওই বাড়ির ৬ষ্ঠ তলায় সায়মা তার পরিবারের সঙ্গে থাকতো। লাশ পাওয়ার আগে সে তার মাকে ওপরের তলায় খেলতে যাচ্ছিল বলে জানায়। কিন্তু সে ফিরে না আসায় তার খোঁজ করতে করতে নবম তলায় তার গলায় রশি পেচানো অবস্থা পাওয়া যায়।
এ ঘটনায় সায়মার বাবা আবদুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। পুলিশ গত বছর ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে হারুন অর রশিদকে গ্রেফতার করে। পরদিন হারুন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে সায়মাকে হত্যার দায় স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন