সিনিয়র জেল সুপার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি প্রিজন হলেন মো. জাহাঙ্গীর কবির। বুধবার সন্ধ্যায় কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাহাঙ্গীর কবিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।
২০০৮ সালে মুন্সিগঞ্জ কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। এরপর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ হয়ে এআইজি হিসেবে কারা অধিদফতরে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুমিল্লা জেলা কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হয়ে সিনিয়র জেল সুপার হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মজীবন শুরু করেন।
এ সময় পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে মাত্র একদিনে প্রায় আট হাজার বন্দি স্থানান্তর করেন। এছাড়া যুদ্ধপরাধীদের ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বছর ময়মনসিংহ কারাগারে যোগদান করেন। সেখানে তিনি সিনিয়র জেল সুপারের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজনের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
পদোন্নতির ব্যাপারে জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বলেন, এ পদোন্নতি তার চাকরি জীবনের বড় প্রাপ্তি। কর্মজীবনে তিনি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবার সহযোগিতা ও দোয়া চান।
তিনি জানান, পদোন্নতির পর নতুনভাবে এখনো পোস্টিং হয়নি জাহাঙ্গীর কবিবের। ময়মনসিংহ বিভাগে তিনি এখনো কর্মরত আছেন। তবে তিনি মনে করেন সরকার যেখানে পোস্টিং দেবেন সেখানেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
ঝিনাইদহের সন্তান জাহাঙ্গীর পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। নিজ গ্রামের স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করার পর ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব