জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ধুলিকণামুক্ত পরিচ্ছন-সবুজ নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। এছাড়াও মুজিবর্ষকে ঘিরে বছরব্যাপী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে মসিক।
বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেয়র ইকরামুল হক টিটু।
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিব বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম, কাউন্সিলর আসিফ হোসেন ডন, মাহবুবুল আলম, তাজুল আলম, শীতল সরকারসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মেয়র টিটু জানান, 'বঙ্গবন্ধুর জীবন-কর্ম থেকে শিক্ষা নিয়ে সকলের জীবন পরিচালিত করতে পারলেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরণ করা সার্থক হবে। একই সাথে মুজিব আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।'
মুজিব বর্ষে সিটি করপোরেশনের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও জানান, সিটি করপোরেশন সার্ভিস সিস্টেম পাইলট প্রকল্পের আওতায় অনলাইনে সেবা (বিভিন্ন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, প্রোপার্টি ম্যানেজমেন্ট ও পানির বিল) দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
মেয়র বলেন, ‘এই অনলাইন সেবার মাধ্যমে মাধ্যমে নাগরিকগণ ঘরে বসে ভোগান্তি ছাড়াই তাদের সেবা পাবেন। এতে করে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত সেবা প্রদান করা সম্ভব হবে।'
এছাড়াও বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র নগরীর বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রদর্শন, জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা, শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ, মসিকের সকল ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষদের জন্য আনন্দভোজ ও শীতবস্ত্র, সকল মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও বিশেষ প্রার্থনার ব্যবস্থা, কিশোরদের মাঝে চিত্রাঙ্কন-রচনা-কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা, প্রতি শুক্র ও শনিবার রক্তদান কর্মসূচি, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, গণস্বাক্ষর কার্যক্রমসহ ২৮টি কর্মসূচি নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম