রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি জুস কোম্পানির প্যাভিলিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্যমেলায় ফায়ার সার্ভিসের সার্বক্ষণিক একটি ইউনিট স্ট্যান্ডবাই থাকে। খবর পেয়ে আশপাশের এলাকার ইউনিটগুলোকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত