মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) কার্যালয়ের দ্বিতীয় তলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।আগামীকাল শুক্রবার কর্নারটি উদ্বোধন করা হবে।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র, অসমাপ্ত আত্মজীবনী ও তার সম্পর্কে লেখা বিভিন্ন লেখকের বই স্থান পেয়েছে। এদিকে, কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও আলেখারচরে মুজিববর্ষের ক্ষণ গণনা ঘড়ি স্থাপন করা হয়েছে।
সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আমি অন্য দল করতে পারি। তবে যিনি যে সম্মান প্রাপ্য তা দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা অস্বীকার করা যাবে না। শুক্রবার সকালে বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করবেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। শুক্রবার বিকালে ভিডিও কনফারেন্সে ঘড়ি গুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকসজ্জা করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন