বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে খুলনায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দৌলতপুর পাবলা কেশবলাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- ইতালি প্রবাসী রুহুল আমিন মুরাদ (৩৫), তার বাবা বেলায়েত হোসেন (৭৫), মা হাসিয়া বেগম (৬৫), মেহেদী হাসান (২৫) ও পারভীন আক্তার (৪০)। এর মধ্যে রুহুল আমিন মুরাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবারের সদস্যরা জানান, গত দু’দিন আগে রুহুল আমিন মুরাদ বিয়ে করেন। এ উপলক্ষে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। কিন্তু প্রতিপক্ষরা এ ঘটনাকে পুঁজি করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৫ জনকে জখম করে। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ