বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে খুলনায় ব্যতিক্রমী বর্ণিল আয়োজন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টরি প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মসন ১৯২০ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১৯২০ শিশু বঙ্গবন্ধু, ১৯২০ জন আলেম, রাজনীতিক, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা মুজিবকোট পরে একইসাথে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, মো. আক্তারুজ্জামান বাবু, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
উল্লেখ্য, সরকার আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশে মুজিববর্ষ পালনের ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম