সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মরহুম আব্দুল্লাহ আল হারুনের স্ত্রী খালেদা হারুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ দুপুর ১২ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।
খালেদা হারুনের নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে এবং বাদ জুমা রাউজানের গহিরার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, খালেদা হারুন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার মাতা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন