মুজিব শতবর্ষে ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে বিজয়ের মাসে বিশেষ কর্ম তৎপরতা শুরু করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো)। আজ বৃহস্পতিবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা জানানো হয়।
ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন বলেন, অর্জিত স্বাধীনতাকে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, কঠোর পরিশ্রমের মাধ্যমে ওজোপাডিকো’র বিদ্যুৎ ব্যবস্থাকে আরও ডিজিটালাইজড করে দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে হবে।
এর আগে গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন ওজোপাডিকো কর্মকর্তারা। পরে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’-শীর্ষক ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী (সিস্টেম কন্টে্রুাল এন্ড সার্ভিসেস) মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন। বক্তৃতা করেন নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. আবু হাসান। সভায় সঞ্চালনের দায়িত্বে ছিলেন ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ