বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় ফয়সাল মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের খালেক মোল্লার ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, মহাসড়কের গাইনেরপাড় এলাকায় অজ্ঞাতনামা একটি বেপরোয়া ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর