জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাপাতালকে ২০ হাজার সুরক্ষা সামগ্রী দিয়েছে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা।
মঙ্গলবার এক অনুষ্ঠানে হাসপাতলটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেনের কাছে এসব সামগ্রী তুলে দেন জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া ও জাপান দূতাবাসের অন্যতম সমন্বয়কারী কেনজি ইবিহারা।
এসময় জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ৫ জুন থেকে হাসাপাতালটি কোভিড হাসপাতাল হিসেবে সহস্রাধিক দেশি-বিদেশি রোগিকে চিকিৎসা দিয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হাসপাতল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত