রাজধানীতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে ও জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ এ তথ্য জানায়।
শাহবাগ থানার উপপরিদশর্ক (এসআই) মো. মনসুর আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে কোনো যানবাহনের চাপায় এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে সেখান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে কালো বোরকা ও লাল ওড়না ছিল।
এদিকে, ক্যান্টনমেন্ট থানার এসআই জানান, বৃহস্পতিবার রাতে জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢালে কোনো এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই নারী ভবঘুরে ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন