বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অত্যন্ত দুঃসময় পার করছি আমরা। কঠিন দুঃসময়। কথা বলা যায় না। কোনও সমাবেশ-মিটিং করা যায় না। দেশে একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে রাজনৈতিক মহামারি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে দেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দেশ চলতে পারে না।
শনিবার দুপুরে রাজধানীর গার্ডেন রোড এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে রিজভী এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের পাশে থেকে আমাদেরকে আরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কারও জীবনের নিরাপত্তা নেই। কারও সন্তানের কোনো নিরাপত্তা নেই।
বিডি প্রতিদিন/ফারজানা