পুলিশ বাহিনী থেকে অবসর নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী জেলা পুলিশ।
আজ শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা তাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর