গাজীপুরে মানসিক প্রতিবন্ধী এক নারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আনুমানিক ৪০ বছর বয়সের ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এসআই শুভ মন্ডল জানান, রবিবার ভোররাতে মিরের বাজার-কালীগঞ্জ সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন সমরসিং গ্রামের রাজ হাউজিংয়ের সামনে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানসিক প্রতিবন্ধী ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ