চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপ-সচিব মোহাম্মদ নুরুজ্জামানকে বরখাস্ত করতে যাচ্ছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেন।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ইতোমধ্যে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এখন কারাগারে আছেন। এ বিষয়ে ওখানকার বিভাগীয় কমিশনার বা ডেপুটি কমিশনার (ডিসি) আমাদের প্রতিবেদন দিলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
এর আগে গত শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোলঘর এলাকায় অভিযান চলাকালে নুরুজ্জামানের সরকারি গাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৫টি কোকাকোলার বোতলে সাড়ে ছয় লিটার ফেন্সিডিল (কমপক্ষে ৬৫ বোতল) পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
পাজেরো জিপ গাড়িটি (রাজ মেট্রো ঘ-১১-০০৭১) কর্মকর্তা নুরুজ্জামান নিজেই চালাচ্ছিলেন। ফেন্সিডিলগুলো সোনামসজিদ থেকে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় নুরুজ্জামানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার গ্রামের মোহাম্মদ ওয়াহদিুজ্জামান লাজুক নামে একজন ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করলে নুরুজ্জামান নিজের পরিচয় দেন। ওই রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তারাও আসেন। পরে চাঁপাইনবাবগঞ্জ থানায় পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওইদিন বিকালে তাদের আদালতে নিলে বিচারক দুইজনকেই জেলে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ