গাজীপুরের কোনাবাড়িতে পৃথক পৃথক বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৯টি কক্ষ পুড়ে গেছে। আজ রবিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি বেলতলা আলম মিয়ার টিনসেড বাসায় ও একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ি উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদের পিছনে সম্ভু সরকারের কলোনিতে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দেওয়ালিয়াবাড়ি বেলতলা এলাকায় ১০টি কক্ষ এবং কোনাবাড়ি উত্তরপাড়া এলাকার অগ্নিকাণ্ডে ১২টি কক্ষ সম্পূর্ণ এবং ৭টি কক্ষ আংশিক পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. হামিদ মিয়া জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর