বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে হামলার প্রতিবাদে রাজধানীর ওয়ারী এলাকায় বিক্ষোভ করেছে গোপীবাগ ও ঢাকা-৬ আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে এ বিক্ষোভ শুরু হয়।
দুপুর প্রায় ১২টার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে এলাকাবাসী। এরপর সেখান থেকে মিছিলটি ব্রাদার্স ক্লাব এলাকা হয়ে ইত্তেফাক মোড়, অভয় দাস লেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে আর কে মিশন রোড হয়ে আবার গোপীবাগ বাসভনের সামনে এসে শেষ হয়।
পরে বিক্ষোভকারীদের সঙ্গে এসে যোগ দেন ইশরাক হোসেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি সাব্বির আহমেদ আরিফ, দক্ষিণ বিএনপির সহ সভাপতি মো. মোহন, ওয়ারী থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার হাজী লিয়াকত আলী, সাবেক ওয়ার্ড কমিশনার ও ওয়ারী থানা বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক মুক্ত, গেণ্ডারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল কাদির, বংশাল থানা বিএনপির সভাপতি তাইজুদ্দীন তাইজু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি পাভেল শিকদার, সূত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন, সাবেক ওয়ার্ড কমিশনার ও কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক মহিলা কমিশনার মণি বেগম, ঢাকা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি শরীফ হোসেন, গেণ্ডারিয়া থানা যুবদলের সভাপতি ওমর নবী বাবুসহ ঢাকা দক্ষিণ বিএনপি ও ঢাকা-৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক