রাজধানীর দারুসসালাম টোলারবাগ এলাকার একটি বাসা থেকে চন্দনা ফাতেমা (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী বিবাহিত ছিলেন এবং তিনি তারা বাবা মো. চান মিয়ার সঙ্গে ওই বাসায় থাকতেন।
রবিবার বিকেলে পুলিশ সংবাদ পেয়ে মিরপুর টোলারবাগে একটি বাসার খাটিয়া থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তর জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠায়।
মিরপুর ডিভিশনের দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) রায়েজীদ মোল্লা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাতেমার পরিবারের থেকে জানা যায় শাকিব নামে এক ছেলের সঙ্গে ফাতেমার কয়েক বছর আগে বিয়ে হয়।
কিন্তু তাকে তুলে নেওয়া হয়নি। ওই টোলারবাগে বাবার বাড়িতেই থাকতেন ফাতেমা। পরে ওই বাসা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। ফাতেমার অস্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে পরিবার একটি মামলা করেছে।
বিডি-প্রতিদিন/শফিক