রাজধানীর মিরপুরে তালতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, নাভানা টাওয়ারে পাশে অবস্থিত তালতলা বস্তিতে আজ দুপুরের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। বিকাল ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত