ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশন। ক্লাবের ৮০ জন সদস্য ভোট দিয়ে সৃষ্টি করবেন নতুন নেতৃত্ব।
এবার প্রেস ক্লাবের ১৭ সদস্যের কার্যকরী কমিটিতে স্থান পেতে দুটি প্যানেলে প্রতিদ্বন্ধিতা করছেন ৩৪ জন প্রার্থী। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক পদে কাজী আল-মামুন। অপর প্যানেলে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু এবং সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ মাহমুদ।
প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন বলেন, প্রেস ক্লাব নির্বাচন সব সময় সুষ্ঠু-সুন্দর হয়। এবারও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন