রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ আবু বাক্কার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। বুধবার দিবাগত রাতে দারুসসালাম থানা এলাকার এশিয়া হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আবু বাক্কার দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে দারুসসালামসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/শফিক