আত্মরক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দুই মাস ব্যাপী মেয়েদের আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী ও রোটারী ক্লাব অব কাওরান বাজার ঢাকা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।
প্রশিক্ষণ কর্মশালায় মেয়েদের জুডো ও কারাতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মরক্ষায় উদ্বুদ্ধ করা হবে। যাতে ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে পারে।
আজ শনিবার রাজশাহী জেলা স্টেডিয়ামে এই কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী।
ইভেন্ট চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ও জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী এরিয়ার ডিজিএম রোটারিয়ান তাপস মজুমদার। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান সোহেল সারওয়ার জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমা রহমান।
জেলা প্রশাসক আব্দুল জলিল মেয়েদের মনোবল বৃদ্ধি ঘটিয়ে নিজেদের স্থান তৈরি করে নেয়ার উপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। অসুস্থ মানসিকতা বাদ দিয়ে সত্য, সুন্দর ও কল্যাণের দিকে আমাদের নিজেদের নিয়োজিত করতে হবে।’ অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ দেন রোটারিয়ান ড. শামসুল আলম।
বিডি প্রতিদিন/আবু জাফর