রাজধানীর বনানী কাকলী মোড় এলাকায় নীহারিকা কনকর্ড টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের সংবাদ পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, বনানী কাকলী মোড় কংকট টাওয়ারের পাশে একটি ভবনের সাত তলার বাসা বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়। রাত ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডি প্রতিদিন/হিমেল